এম নূরউদ্দিন আহমেদ :
নরসিংদীর রায়পুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ২০ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগেনেতা অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।
শুক্রবার (১৭মার্চ) সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কি পেলাম কি পেলামনা, এগুলো ভেবে কোন লাভ নেই, সবচেয়ে বড় বিষয় হলো আমাদের একজন শেখ হাসিনা আছে,, যাকে নিয়ে বুক ফুলিয়ে গর্ববোধ করতে পারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক হুমায়ুন কবির সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য হুমায়ুন কবির মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এনায়েত উল্লাহ ভুইয়া, দীপু মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক যুবও ক্রীড়া সম্পাদক একেএম মহি উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মহসিন খোন্দকার, বিশিষ্ট সমাজ সেবক মশিউল আলম কনক, মেহেবুবুল আলম রিপন, কামাল উদ্দিন সবুজ, খোন্দকার টিপু সুলতান, মো. নূরুল ইসলাম, মো. তাজুল ইসলাম, নয়ন সরকার, অপু সারোয়ার বাবলু, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা মো. মুজিবুর রহমান, কাজী এমদাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীজন উপস্থিত ছিলেন।
এসময় উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট প্রদানে আহ্বান জানান প্রধান অতিথি।