এম নূরউদ্দিন আহমেদ :
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার(২ মার্চ) নরসিংদীতে ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য রেলী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)সামসুল আরেফিন। উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান প্রমুখ।
প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, চারটি মূলনীতি নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এর মধ্যে অন্যতম হলো গণতন্ত্র। প্রজাতন্ত্রের মালিক জনগণ। পাঁচ বছর পর পর তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিগণ রাষ্ট্র পরিচালনা করে থাকেন।
সামনে আগামী নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। নরসিংদীতে ভোটার সংখ্যা ১৭ লাখ ৮৪ হাজার ১২৯জন। কিন্তু দেখা যাবে নির্বাচনের সময় অনেক ভোটার কেন্দ্রে ভোট দিতে যান না। ভোটারদের সরাসরি ভোট দিতে কেন্দ্রে যাবার জন্য আগ্রহী করে তোলার জন্যই আমাদের আজকের এই আয়োজন।
তিনি ( আবু নইম মোহাম্মদ মারুফ খান) নিয়ম মেনে সকলকে ভোটার হওয়ার এবং সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।