ঢাকাMonday , 12 June 2023
  • অন্যান্য

আইজিএ প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে ২য় দিনে মানববন্ধন

এম নূরউদ্দিন আহমেদ
June 12, 2023 5:56 pm । ১৫২ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রকল্পের জনবলকে রাজস্বখাতে স্থানান্তর করার প্রক্রিয়া সম্পন্ন হবার আগ পর্যন্ত স্ব স্ব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যুক্ত রাখার দাবিতে ২য় দিনের মতো মানববন্ধন করেছে প্রকল্পে কর্মরত শতাধিক নারী।

রোববার (১২জুন) সকাল থেকে সন্ধা পর্যন্ত রাজধানী ঢাকায় মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সারা দেশ থেকে আসা প্রকল্পে কর্মরত নারী পুরুষ।

এ বিষয়ে আইজিএ প্রকল্পের রাজশাহী বিভাগের বিভাগীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মো. উজ্জল হোসেন বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রশিক্ষণ প্রকল্প উপজেলা পর্যায়ে নারীদের আত্মনির্ভরশীল ও দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে কাজ করে যাচ্ছে। প্রকল্পটি ২০১৮ সাল থেকে শুরু হয়ে তৃতীয় সংশোধনীর পর ২০২৩ এর জুনে শেষ হচ্ছে। আইজিএ প্রকল্পের মেয়াদান্তে প্রকল্পের জনবলসহ কার্যক্রম রাজস্বখাতের আওতায় চলমান রাখতে, আইজিএ প্রকল্পের ডিপিপিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে।

মানববন্ধনে বলা হয়, আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের ৯৫ ভাগ প্রশিক্ষকই নারী, যাদের অধিকাংশই পরিবারের একমাত্র উপার্জনকারী। প্রকল্পের সমাপ্তিতে তারা বেকার হয়ে পড়বেন। এর ফলে তাদের পরিবার আর্থিক সংকটের মুখে পড়বে, যা মানবতার লঙ্ঘন বলে স্পষ্ট প্রতিয়মান। এছাড়া সকল বিষয় উপেক্ষা করে উক্ত প্রকল্পের আদলে নতুন করে প্রকল্প গ্রহণ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে যা নতুন করে একটি জনগোষ্ঠীকে কিছুদিন পর বেকার বানানোর প্রক্রিয়া। প্রকল্পের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা না হলে ঈদের পর আবারও নতুন কর্মসূচি গ্রহন করা হবে বলে জানান তারা।

এখানে স্বামী পরিত্যক্ত, বীর মুক্তিযোদ্ধা সন্তান, পরিবারের একমাত্র অবলম্বন হিসাবে কর্মরত ৮৫২জনকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য শান্তিপূর্ন মানববন্ধনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।